Rajshahi University Faculty & Departments :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ৪ বছর মেয়াদী বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স চালু রয়েছে।
(4 Years = 8 Semesters)

কম্পিউটার প্রকৌশল (B.Sc in Computer Science & Engineering)
পুরকৌশল - সিভিল (B.Sc in Civil Engineering)
তড়িৎ প্রকৌশল (B.Sc in Electrical & Electronic Engineering)
ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন প্রকৌশল (B.Sc in Industrial & Production Engineering)
মেকানিক্যাল প্রকৌশল (B.Sc in Mechanical Engineering)
বস্ত্র প্রকৌশল (B.Sc in Textile Engineering)

৪ বছর এ কোর্স ফি  : 

ভর্তি, রেজিস্ট্রিণ এবং অন্যান্য ফি : 16,000 টাকা
প্রতি সেমিস্টারে 35,000  টাকা। সেমিস্টার শুরুর তারিখ থেকে 02 মাসের মধ্যে এক বা সর্বোচ্চ 02 কিস্তিতে দিতে হবে।
মোট কোর্স ফি :  (ভর্তি ফি 16,000 টাকা) +  সেমিস্টার ফি 35,000 × 8  টাকা ) =  2,96,000 টাকা +   রাবি দ্বারা নির্ধারিত পরীক্ষার ফিসহ মোট কোর্স ফি প্রায় 3,50,000 টাকা হবে।


Previous Post Next Post