পরাবৃত্তের প্রয়োজনীয় সূত্রাবলী

পরাবৃত্তের প্রয়োজনীয় সূত্রাবলী

  1. সাধারণ সমীকরণ : পরাবৃত্তের উপরP(x1,y1) কোন বিন্দু হলে, উহার সমীকরনSP=PM যেখানে, SP=P থেকে ফোকাসের দূরত্ব ; PM=P থেকে দ্বিকাক্ষের লম্ব দূরত্ব ।
  2. Y অক্ষের সমান্তরাল অক্ষবিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, y=ax2+bx+c এবং শীর্ষ (
    b
    2a
    ,
    b24ac
    4a
    )
     এবং উপকেন্দ্রিক লম্ব 
    1
    |a|
  3. x অক্ষের সমান্তরাল অক্ষবিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ, x=ay2+by+c এবং শীর্ষ (
    b24ac
    4a
    ,
    b
    2a
    )
     এবং উপকেন্দ্রিক লম্ব 
    1
    |a|
  4. শীর্ষ বিন্দু (x1,y1) বিন্দুতে এবং অক্ষ Xঅক্ষের সমান্তরাল এমন পরাবৃত্তের সমীকরণ , (yy1)2=4a(xx1)
  5. শীর্ষ বিন্দু (x1,y1) বিন্দুতে এবং অক্ষ Yঅক্ষের সমান্তরাল এমন পরাবৃত্তের সমীকরণ , (xx1)2=4a(yy1)
  6. y2=4ax পরাবৃত্তের (x1,y1) বিন্দুতে স্পর্শক, yy1=2a(x+x1)
  7. কোন সরলরেখা y=mx+c কোনো পরাবৃত্ত y2=4ax এর স্পর্শক হওয়ার শর্ত হলো c=
    a
    m
     । স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক (
    a
    m2
    ,
    2a
    m
    )

    1. পরাবৃত্তের উপাদানের নামy2=4axx2=4ay
      i. শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক(0,0)(0,0)
      ii. উপকেন্দ্রের স্থানাঙ্ক(a,0)(0,a)
      iii. অক্ষরেখার সমীকরণy=0x=0
      iv. নিয়ামক রেখার সমীকরণx=ay=a
      v.উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য|4a||4a|
      vi. উপকেন্দ্রিক লম্বের সমীকরণx=ay=a
      vii. শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণx=0y=0
      viii. উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক(a,±2a)(±2a,a)




    .


    Previous Post Next Post