নির্ণায়কের প্রয়োজনীয় সূত্রাবলী sujan prodhan

নির্ণায়কের প্রয়োজনীয় সূত্রাবলী

  1. নির্ণায়ক: n2 সংখ্যকaij(i,j=1,2,3,......n) ভুক্তিবিশিষ্ট বিন্যাস যা দুইটি উল্লম্ব রেখা দ্বারা সীমাবদ্ধ থাকে, তাকে n ক্রমের নির্ণায়ক বলে। নিৰ্ণায়কের মান একটি সাধারণ সংখ্যা (ordinary number) এবং এটাকে সাধারণত D প্রতীকের সাহায্যে নিম্নলিখিতভাবে প্রকাশ করা হয়,D=|
    a11a12...a1n
    a21a22a2n
    an1an2ann
    |
    যেমন: |
    a1a2
    b1b2
    |
     এবং |
    158
    01-6
    abc
    |
     যথাক্রমে দুই ও তিন ক্ৰমের নির্ণায়ক।
  2. অনরাশি: নিৰ্ণায়কের যেকোনো একটি ভুক্তির মধ্য দিয়ে একটি খাড়া ও একটি আনুভূমিক সরলরেখা টানলে বাকি ভুকিগুলি দ্বারা গঠিত নির্ণায়ককে আদি নিৰ্ণায়কের ঐ উপাদানের অনুরাশি বলে। যেমন D=|
    a1b1c1
    a2b2c2
    a3b3c3
    |
    হলে, এই নির্ণায়ক D তে a1,b1,c1 এর অনুরাশি যথাক্রমে |
    b2c2
    b3c3
    |
     , |
    a2c2
    a3c3
    |
    |
    a2b2
    a3b3
    |
  3. সহগুণক: কোনো ভূক্তির অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে তাকে ঐ ভুক্তির সহগুণক বলা হয়। তৃতীয় পর্যায়ের নির্ণায়কের যথাযোগ্য চিহ্ন দেখানো হলো ||
    +-+
    -+-
    +-+
    |
    • নির্ণায়কের বৈশিষ্ট্যাবলি:
    • কোনো নির্ণায়কের একটি সারির (বা কলামের) সকল ভুক্তির শূন্য হলে নির্ণায়কটির মান শূন্য হবে।
    • কোনো নির্ণায়কের সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে স্থানান্তর করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে।
    • কোনো নির্ণায়কের দুইটি সারি (বা কলাম) পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক মান একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয়।
    • কোনো নির্ণায়কের দুইটি সারি (বা কলাম) একই হলে নির্ণায়কের মান শূন্য হবে।
    • কোনো নির্ণায়কের যেকোনো সারি (বা কলাম) এর প্রত্যেক ভুক্তিকে যে কোনো সংখ্যা m দ্বারা গুণ করলে নির্ণায়কের মানকে ঐ সংখ্যা ‘m' দ্বারা গুণ বুঝায়।
    • একটি নির্ণায়কের একটি সারি (বা কলামের) ভুক্তিগুলির সাথে ঐ নির্ণায়কের অপর এক বা একাধিক সারির (বা কলামের) ভুক্তিগুলির k গুণিতক যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে!
أحدث أقدم