সম্ভাবনার প্রয়োজনীয় সূত্রাবলী

সম্ভাবনার প্রয়োজনীয় সূত্রাবলী

  1. কোন একটি ঘটনা A এর কোন একটি দৈব পরীক্ষায় যদি ঘটার অনুকূল m সংখ্যক সম্ভাব্য ফলাফল থাকে এবং ঘটনা A না ঘটার অনুকূলে (অর্থাৎ ঘটার প্রতিকূলে) n সংখ্যক সম্ভাব্য ফলাফল থাকে তবে A ঘটনাটি ঘটার সম্ভাবনা 
    ∴ P(A)="অনুকূল ফলাফল সংখ্যা" /"মোট সম্ভাব্য ফলাফলের সংখ্যা"=
    m
    m+n
    =
    m
    N
     
    [ যখন N=m+n ]
  2. বর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র :P(AB)=P(A)+P(B) 
    P(ABC)=P(A)+P(B)+P(C)
  3. অবর্জনশীল ঘটনার সম্ভাবনার যোগসূত্র: 
    P(AB)=P(A)+P(B)P(AB)
    P(ABC)=P(A)+P(B)+P(C)P(AB)P(BC)P(CA)+P(ABC)
  4. শর্তাধীন সম্ভাবনা: দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা পূর্বে ঘটেছে এ শর্ত সাপেক্ষে অপর ঘটনা ঘটার সম্ভাবনা নির্ণয় করা হলে প্রাপ্ত সম্ভাবনাকে শর্তাধীন সম্ভাবনা বলে। A ঘটনা ঘটার শর্তাধীনে B ঘটনা ঘটার সম্ভাবনা 
    P(
    B
    A
    )
    =
    P(AB)
    P(A)
     [ এখানেP(A)>0,A স্বাধীন ঘটনা, B অধীন ঘটনা ] 
    আবার B ঘটনা পূর্বে ঘটেছে এ শর্তে A ঘটনা ঘটার শর্তাধীন সম্ভাবনা হবে, 
    P(
    A
    B
    )
    =
    P(AB)
    P(B)
     [ P(B)>0 ]
  5. স্বাধীন ঘটনার সম্ভাবনার গুণন সূত্র: 
    P(A∩B)=P(A)P(B); 
    P(A∩B∩C)=P(A).P(B).P(C)
  6. অধীন ঘটনার সম্ভাবনার গুণন সূত্র:P(AB)=P(A)P(
    B
    A
    )
    =P(B)P(
    A
    B
    )
  7. দুটি ঘটনা একই সাথে স্বাধীন এবং বর্জনশীল হতে পারে না।
  8. A ঘটনাটি ঘটার সম্ভাব্যতা P(A) হলে ঘটনাটি না ঘটার সম্ভাব্যতাকে P(Ac) বা,P(A) দিয়ে প্রকাশ করা হয়।




.


Previous Post Next Post