ফাংশন ও ফাংশনের লেখচিত্র এর প্রয়োজনীয় সূত্রাবলী

ফাংশন ও ফাংশনের লেখচিত্র এর প্রয়োজনীয় সূত্রাবলী

  • A ও B দুইটি সেট হলে, R ⊆ A ×B যেখানে A × B≠Ø
  • অন্বয়ে অন্তর্ভুক্ত প্রথম উপাদানগুলির সেটকে ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলির সেটকে রেঞ্জ বলে।
  • A সেট হতে B সেটে একটি অন্বয় R হলে, R এর বিপরীত অন্বয় R1 হবে B সেট হতে A সেটে একটি অন্বয়। R1= {(b,a):(ab) ∈ R}
  • A,BØ এবং n(A)=p,n(B)=q হলে, n(A×B)= pq এবং A × B এর উপসেট সংখ্যা 2pq |
  • যদি সেট A হতে সেট B তে একটি অন্বয় f হয় এবং প্রত্যেক a ∈ A এর জন্য একটি অনন্য উপাদান b ∈ B থাকে তবে f কে A সেট হতে B সেটে একটি ফাংশন বলা হয়।
  • যদি f:AB একটি ফাংশন হয় তবে A সেটকে f এর ডোমেন বলে এবং কো-ডোমেন B এর যে উপসেটটির সকল উপাদান A এর উপাদানের সাথে সম্পর্কিত তাকে f এর রেঞ্জ বলে।
  • f:AB কে এক-এক ফাংশন বলা হয় যদি f এর ডোমেনের সব x, y এর জন্যf(x)=f(y)x=y হয়।
  • যদি কোন ফাংশনের রেঞ্জ কোডোমেনের সমান হয়,তাহলে ফাংশনটিকে সর্বগ্রাহী ফাংশন বলা হয়।
  • যদি f:A→B ও g: B→C দুইটি ফাংশন হয়, তাহলে g(f(x)): A→C ফাংশনকে সংযোজিত ফাংশন বলা হয় এবং gof(x) দ্বারা প্রকাশ করা হয়।
  • f: A→ A, f(x) = x ফাংশনকে অভেদক ফাংশন বলে। যদি দুইটি ফাংশন f(x) ও g(x) এমন হয় যে f(g(x)) = x এবং gf(x)) = x হয় তবে একটিকে অপরটির বিপরীত ফাংশন বলা হয়।
  • দ্বিঘাত সমীকরণের নিশ্চায়ক D হলে, লেখচিত্রটি x অক্ষরেখাকে
    1. ছেদ করবে যদি D > 0 হয়।
    2. স্পর্শ করবে যদি D = 0 হয়।
    3. স্পর্শ করবে না যদি D< 0 হয়।
  • y = sinx এবং y = cosx এর লেখচিত্রটি রেঞ্জের মধ্যে অবস্থিত হবে।
  • c > ০ এবং y = f(x) ফাংশনের লেখচিত্র জানা থাকলে
    1. y=f(x)+c এর লেখচিত্র y-অক্ষ বরাবর c একক উপরে সরে যাবে।
    2. y=f(x)c এর লেখচিত্র y-অক্ষ বরাবর c একক নিচে সরে যাবে।
    3. y=f(xc) এর লেখচিত্র x-অক্ষ বরাবর c একক ডানে সরে যাবে।
    4. y=f(x+c) এর লেখচিত্র x-অক্ষ বরাবর c একক বামে সরে যাবে।
  • y=cf(x) এর লেখচিত্র,
    1. y অক্ষ বরাবর প্রসারিত হবে যদিc>1 হয়।
    2. y অক্ষ বরাবর সংকুচিত হবে যদি0<c<1 হয়।
  • y = f(cx) এর লেখচিত্র
    1. x-অক্ষ বরাবর সংকুচিত হবে যদিc>1 হয়
    2. x-অক্ষ বরাবর প্রসারিত হবে যদি0<c<1 হয়।
  • y = - f(x) এর লেখচিত্র x-অক্ষের সাপেক্ষে প্রতিফলিত হয়।
  • কোন ফাংশন f(x) কে একটি পর্যায়বৃত্ত ফাংশন বলা হয় যদি f(x) = f(x + T) হয় এবং T কে উক্ত ফাংশনের পর্যায় বা পর্যায়কাল বলে।




.


Previous Post Next Post