সরলরেখার প্রয়োজনীয় সূত্রাবলী

সরলরেখার প্রয়োজনীয় সূত্রাবলী

  1. কার্তেসীয় স্থানাঙ্ক (x,y) এবং পোলার স্থানাঙ্ক (r,θ) হলে, x=rcosθy=rsinθএবং মডুলাস, r=x2+y2, আর্গুমেন্ট, θ=tan1 
    y
    x
  2. (x1,y1) ও (x2,y2) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব =(x1x2)2+(y1y2)2
    • বর্গ হওয়ার শর্ত: বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান।
    • রম্বস হওয়ার শর্ত: বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর অসমান।
    • আয়তক্ষেত্র হওয়ার শর্ত: বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান।
    • সামান্তরিক হওয়ার শর্ত: বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং কর্ণদ্বয় পরস্পর অসমান।
  3. (x1,y1) ও (x2,y2) বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে (x , y) বিন্দু m1:m2অনুপাতে অন্তর্বিভক্ত করলে: (x,y)(
    m1x2+m2x1
    m1+m2
    ,
    m1y2+m2y1
    m1+m2
    )

    বহির্বিভক্ত করলে: (x,y)(
    m1x2m2x1
    m1m2
    ,
    m1y2m2y1
    m1m2
    )
  4. (x,y) বিন্দু থেকে X- অক্ষের লম্ব দূরত্ব = |y| এবং 
    Y- অক্ষের লম্ব দূরত্ব = |x|
  5. (x1,y1) ও (x2,y2) বিন্দুদ্বয়ের সংযোজক রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক (
    x1+x2
    2
    ,
    y1+y2
    2
    )
    • (x1,y1)(x2,y2) , (x3,y3) বিন্দুত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল = 
      1
      2
      [
      x1y11
      x2y21
      x3y31
      ]
    • উপরিউক্ত ত্রিভুজের ভরকেন্দ্র (
      x1+x2+x3
      3
      ,
      y1+y2+y3
      3
      )
    • বিন্দুত্রয় সমরেখ হলে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে এবং ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হলে বিন্দুত্রয় সমরেখ হবে।
    • (x1,y1) ,(x2,y2) ,(x3,y3) ,(x4,y4) বিন্দুগুলো দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল (ঘড়ির কাঁটার বিপরীতে) = 
      1
      2
      |
      x1x2x3x4x1
      y1y2y3y4y1
      |
       
      =
      1
      2
      {(x1y2+x2y3+x3y4+x4y1)(x2y1+x3y2+x4y3+x1y4)}
    • X অক্ষের সমীকরণ, y=0
    • Y অক্ষের সমীকরণ, x=0
    • X অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y=b
    • Y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, x=a
    • সরলরেখার ঢাল , m=tanθ, যেখানে θ=X অক্ষের ধনাত্বক দিকের সাথে উৎপন্ন কোণ।
    • (x1,y1) ও (x2,y2) বিন্দুগামী সরলরেখার ঢাল, m=
      y2y1
      x2x1
    • ax+by+c=0 সরলরেখার ঢাল, m = 
      x
      y
       = 
      a
      b
    1. m1 ও m2 ঢাল বিশিষ্ট সরলরেখাদ্বয় সমান্তরাল হলে, m1=m2 হবে।
    2. m1 ও m2 ঢাল বিশিষ্ট সরলরেখাদ্বয় লম্ব হলে, m1m2=1 হবে।
  6. m ঢালবিশিষ্ট এবং Y-অক্ষ থেকে C পরিমাণ অংশ ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ, y=mx+c
  7. মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ, y=mx
  8. m ঢাল এবং (x1,y1) বিন্দুগামী সরলরেখার সমীকরণ, yy1=m(xx1)
  9. (x1,y1) এবং (x2,y2) বিন্দুগামী সরলরেখার সমীকরণ, 
    xx1
    x1x2
    =
    yy1
    y1y2
  10. অক্ষদ্বয়কে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ, 
    x
    a
    +
    y
    b
    =1
     , যেখানে x ও y অক্ষের ছেদিতাংশ যথাক্রমে a ও b; রেখাটি X- অক্ষকে (a,0) বিন্দুতে এবং Y-অক্ষকে (0,b) বিন্দুতে ছেদ করে।
  11. মূলবিন্দু হতে একটি সরলরেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য p এবং X- অক্ষের সাথে উক্ত লম্বের উৎপন্ন কোণের পরিমাণ α হলে, সরলরেখার সমীকরণ,xcosα+ysinα=p
    • ax+by+c=0 রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, ax+by+k=0
    • ax+by+c=0 রেখার ওপর লম্ব সরলরেখার সমীকরণ, bxay+k=0
  12. a1x+b1y+c1=0 এবং a2x+b2y+c2=0 রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, a1x+b1y+c1+k(a2x+b2y+c2)=0
  13. m1 এবং m2 ঢালবিশিষ্ট সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ α হলে,tanα=±
    m1m2
    1+m1m2
  14. a1x+b1y+c1=0 , a2x+b2y+c2=0 এবং a3x+b3y+c3=0 সরলরেখাত্রয় সমবিন্দু হওয়ার শর্ত: |
    a1b1c1
    a2b2c2
    a3b3c3
    |
    =0
     এবং বিপরীতক্রমে।
  15. P(x1,y1) বিন্দু হতে ax+by+c=0 রেখার লম্বদূরত্ব = 
    |ax1+by1+c|
    a2+b2
  16. ax+by+c1=0 এবং ax+by+c2=0 সমান্তরাল সরলরেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব= 
    |c1c2|
    a2+b2
  17. a1x+b1y+c1=0 এবং a2x+b2y+c2=0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখন্ডদ্বয়ের সমীকরণ, 
    a1x+b1y+c1
    a12+b12
    =±
    a2x+b2y+c2
    a22+b22
     
    যদি a1a2+b1b2>0 হয় তবে, + হতে স্থূলকোণের সমীকরণ এবং  হতে সূক্ষ্ম কোণের সমীকরণ পাওয়া যাবে। 
    যদি a1a2+b1b2<0 হয় তবে,  হতে স্থূলকোণের সমীকরণ এবং + হতে সূক্ষ্ম কোণের সমীকরণ পাওয়া যাবে।





.
أحدث أقدم